26 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু গ্রেফতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২১ এপ্রিল) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাজী মনিরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা মামলা সহ মোট ১২টি মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন কাজী মনিরুল ইসলাম মনু। একাদশ জাতীয় সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাঁকে মনোনয়ন দেয়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

পলাতক মন্ত্রী-এমপিদের প্রত্যাবাসনে সরকার পদক্ষেপ নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজ ডেস্ক দুর্নীতি, হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীদের দেশে ফিরিয়ে...