29 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

নাগরিক পার্টির নেতা সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার করেছে দলটি। তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না— এজন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে হবে এবং কেন স্থায়ী বহিষ্কার করা হবে না— এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে কারণ দর্শাতে হবে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন এই নির্দেশনা দিয়েছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

জোট গড়ছে ইসলামী দলগুলো

নিউজ ডেস্ক : বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সমদূরত্ব বজায় রেখে ইসলামী দলগুলো ঐক্য গঠনের পথে এগোচ্ছে। মধ্যপন্থী দলগুলোকেও এই...