Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় তাড়াহুড়া করতে চায় না বিএনপি। দলটির মতে, এটি একটি রাষ্ট্রীয় ও প্রজাতান্ত্রিক ইস্যু; তাই এই গুরুত্বপূর্ণ আলোচনা ধীরস্থিরভাবে এবং পূর্ণ মনোযোগের সঙ্গে সম্পন্ন হওয়া উচিত।
মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে টানা তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তার সূচনা বক্তব্যে এ কথা জানান।
তিনি বলেন, “আমরা আলোচনাটি দ্রুত শেষ করতে চাই না, কারণ এটি রাষ্ট্র ও প্রজাতন্ত্রের বিষয়। এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া, এখানে তাড়াহুড়োর কোনো সুযোগ নেই। কমিশনে গৃহীত সিদ্ধান্তগুলো যেন জাতীয় ঐক্যের একটি ভিত্তি গড়ে তুলতে পারে এবং তা দেশের সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে—সেই লক্ষ্যেই আমরা প্রতিটি বিষয়ের ওপর বিস্তারিতভাবে আলোচনা করছি, প্রয়োজনে অতিরিক্ত সময়ও নিচ্ছি।”
স্প্রেডশিট ইস্যুতে আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন, “কমিশনের পক্ষ থেকে যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল, তা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। এ বিষয়ে কিছুটা ধোঁয়াশাও তৈরি হয়েছে। যেহেতু কমিশন এটি আলোচনায় আনতে আগ্রহ দেখায়নি, আমরাও আগ্রহ দেখাইনি। আমাদের আলোচনা মূলত বিস্তারিত রিপোর্টের প্রতিটি দফা নিয়ে, যা আজকের মধ্যেই শেষ করার চেষ্টা করছি।”
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সুপ্রিম কোর্টে একটি সচিবালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল—এটি সহ বিচার বিভাগীয় স্বাধীনতার প্রশ্নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা চাই, বিচার বিভাগের সকল কার্যক্রম যেন আইনগত ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হয়।”
তৃতীয় দিনের আলোচনায় আলোচ্য বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংক্রান্ত বিভিন্ন দিক।
এদিন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন—দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।
বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।