31 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

কাতারে দায়িত্ব পালনে বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নিয়োগ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কাতার সরকার বিভিন্ন খাতে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার (তারিখ অনুপস্থিত) কাতারের রাজধানী দোহায় এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি জানান, এই নিয়োগের বিষয়টি নিয়ে ইতোমধ্যেই দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দোহায় অনুষ্ঠিত অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে সেখানে অবস্থান করছে।

প্রেস সচিব আরও বলেন, “কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা সফলভাবে দায়িত্ব পালন করছেন। কাতারও একইভাবে বাংলাদেশ থেকে নিয়মিত সেনাসদস্য নিতে আগ্রহী। প্রতি তিন বছর অন্তর ৭২৫ জন করে সেনাসদস্য নিয়োগ করা হবে। তবে, এই সংখ্যাটি আরও বাড়ানোর প্রচেষ্টা চলছে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

বেরোবিতে ভর্তির নামে প্রতারণা, ১ যুবক আটক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি করে দেওয়ার নামে অর্থ নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে...