27.2 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

আবারও হতাশ করলেন মুশফিক, ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্ক

মুশফিকুর রহিম যেন ভুলেই গেছেন ব্যাটিংয়ের কৌশল। সিলেট টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে ফিরেছিলেন, আর দ্বিতীয় ইনিংসেও একইভাবে হতাশ করেছেন। এবারও তার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। ম্যাচের চাপময় মুহূর্তে দলকে স্বস্তি দিতে পারেননি, উল্টো উইকেট হারিয়ে বাড়িয়ে দিয়েছেন চাপ। দিনের দ্বিতীয় সেশনের শেষ বলে মুজারাবানির অফ স্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ধরা পড়েন তিনি। পুরো ম্যাচজুড়েই যেন খোলসে ঢুকে থাকা মুশফিক আবারও সমালোচনার মুখে।

এর আগে ইনিংসের শুরুতেই সাদমান ইসলাম দ্রুত বিদায় নেন, তবে মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয় কিছুটা স্থিতি এনে দেন। জয়ের ব্যাট থেকে আসে ৩৩ রান। এই জুটির ৬০ রানের গুরুত্বপূর্ণ অবদানই গড়ে দেয় বাংলাদেশের লিডের ভিত্তি। এরপর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত গড়েন ধৈর্যের প্রতিচ্ছবি। মুমিনুল ৪৭ রান করে নাওয়াচির শিকার হলেও শান্ত দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় সেশনের শেষে তিনি অপরাজিত ৪৪ রানে।

তবে মুশফিকের দ্রুত বিদায়ে ম্যাচের মোড় কিছুটা বদলে যায়। বাংলাদেশের লিড এখন ৭৩ রান, হাতে রয়েছে ৬ উইকেট।

বোলিংয়ের দিক থেকে দিনের নায়ক নিঃসন্দেহে ব্লেসিং মুজারাবানি। দ্বিতীয় ইনিংসে মুশফিকের উইকেট ছাড়াও তিনি নিয়েছেন আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

বাংলাদেশ ৪ উইকেটে ১৫৫ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করেছে। তবে এই লিড কতটা নিরাপদ, তা নির্ভর করছে শান্ত ও মিরাজদের পারফরম্যান্সের ওপর। দিন শেষে ম্যাচ রয়ে গেছে দারুণ উত্তেজনার মধ্যে—জিম্বাবুয়ে এখনো জয়ের আশা ছাড়ছে না।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...