29 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

এবার মব জাস্টিস নিয়ে কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “মব জাস্টিস এবং অনুমোদন আর গ্রহণযোগ্য হবে না। অনেক হয়েছে। যাদের কিছু বলার থাকে, তারা আইনের পথে যাবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত হয়েছে।”

মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে যশোরে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। যশোর জেলা প্রশাসনের সভাকক্ষে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “গণ-অভ্যুত্থানে দেশের বিভিন্ন থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে, তা এখনো পুরোপুরি উদ্ধার করা যায়নি। যত দ্রুত সম্ভব এসব অস্ত্র উদ্ধার করতে হবে।”

জামিনে দাগি সন্ত্রাসীদের মুক্তি পাওয়ার বিষয়ে তিনি বলেন, “অনেক বড় বড় সন্ত্রাসী জামিনে মুক্তি পাচ্ছে। আমাদের আরও সতর্ক হতে হবে। জামিনের বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই, কারণ বিচারকরা তাদের বিচার-বিবেচনা করে জামিন দেন।” এ বিষয়ে আদালতের পিপির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সরকারি আমলাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা অরাজনৈতিক সরকার। আমাদের কাছ থেকে আপনি বেশি সুবিধা পেতে পারেন। চাকরির পোস্টিংসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা অনুরোধ বা তদবির এড়ানোর চেষ্টা করি। শতভাগ সফল না হলেও, যতটা সম্ভব, আমরা অনুরোধ না রাখার চেষ্টা করছি। থানার ওসি যেন ঘুষ না খায়, তা আপনাদের নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে বন্ধুবান্ধব ও আত্মীয়দের সংখ্যা বেড়েছে। যদি আত্মীয় পরিচয়ে কেউ কোনো সুবিধা নিতে চায়, তবে প্রথমবার চা খাইয়ে বিদায় দিন। দ্বিতীয়বার তাকে পুলিশে সোপর্দ করুন। কোনো রিকোয়েস্ট থাকলে আমি নিজেই ফোন করব।”

মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। ১৫ হাজার বোতল ফেনসিডিল ছাড়িয়ে ৫০০ বোতল উদ্ধার দেখানো, এটা বন্ধ করতে হবে।”

মতবিনিময় সভায় যশোর জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামসহ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তারা

- Advertisement -spot_img
সর্বশেষ

বেরোবিতে ভর্তির নামে প্রতারণা, ১ যুবক আটক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি করে দেওয়ার নামে অর্থ নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে...