Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। জানা গেছে, ঢাকা সিটি কলেজ আগামী দুইদিন (বুধবার ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। পরে পুলিশ দুপুর ১টার দিকে লাঠিপেটা এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দীন জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে সড়ক বন্ধ হয়ে গিয়েছিল। তবে পরবর্তীতে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবাবক হোসেন বেলা ৩টা ২০ মিনিটে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। তিনি জানান, সিটি কলেজ আগামী দুইদিন বন্ধ থাকবে। তিনি বলেন, সিটি কলেজের স্থাপনা ও শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ধরনের ঘটনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয় এবং এতে সিটি কলেজের স্থাপনা, শিক্ষার্থীদের ও আশপাশের শান্তি-শৃঙ্খলার ক্ষতি হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। পরে পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছাকাছি চলে আসেন এবং দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ পরে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার করে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।
পুলিশ জানায়, গতকাল সোমবার সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে, যা ঢাকা কলেজের ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিশোধ নিতে সিটি কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে। এর ফলস্বরূপ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।