Your Ads Here 100x100 |
---|
আতাবুর রহমান সানি, শিবপুর,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে, উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামে যুবসমাজের উদ্যোগে এই কাছিটান খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের সঞ্চালনায়; কাছিটান খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন চাঁন মিয়া মাস্টার, প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন প্রধান, সাবেক উপদেষ্টা ইসমাইল হোসেন ও প্রবাসী জাহাঙ্গীর আলমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
কাছিটান খেলায় দুই দলের ৯ জন করে মোট ১৮ জন খেলোয়ার অংশগ্রহণ করেন, বিবাহিত দল বনাম অবিবাহিত দল। দীর্ঘ ৩০ মিনিট সময় কাছিটান শেষে বিবাহিত দল বিজয়ী লাভ করে