28 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমেরিকানদের আস্থা হ্রাস: রয়টার্স ও ইপসোসের জরিপ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির প্রতি জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।  বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোস (বহুজাতিক বাজার গবেষণা এবং পরামর্শক সংস্থা) এর যৌথ সর্বশেষ জরিপে দেখা গেছে, মাত্র ৩৭% আমেরিকান তাঁর অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রতি সমর্থন জানিয়েছেন, যা ট্রাম্পের শপথ গ্রহণের সময়ের ৪২% থেকে কম এবং তাঁর প্রথম মেয়াদের তুলনায় অনেক নিচে।

ট্রাম্পের শুল্কারোপ, ফেডারেল রিজার্ভের ওপর চাপ সৃষ্টি এবং শেয়ারবাজারে বড় পতনের মতো পদক্ষেপগুলি বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করছে। প্রায় ৭৫% ভোটার ভবিষ্যতে মন্দার আশঙ্কা করছেন এবং ৫৬% মনে করেন তার অর্থনৈতিক নীতি অস্থির ও অপ্রত্যাশিত।

তবে, রিপাবলিকান পার্টির প্রতি তার সমর্থন দৃঢ় রয়েছে— ৮১% রিপাবলিকান তার শুল্ক নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। তবে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তার সমর্থকদের মধ্যেও অস্থিরতা তৈরি করছে।

এছাড়া, সম্প্রতি একাধিক জরিপে দেখা গেছে, ট্রাম্পের অর্থনৈতিক নীতির প্রতি জনসমর্থন কমে গেছে। যেমন, একটি রয়টার্স ও ইপসোস জরিপে ৫৭% ভোটার ট্রাম্পের অর্থনৈতিক পদক্ষেপকে অস্থির বলে মনে করেছেন।

এই পরিস্থিতিতে, ট্রাম্পের অর্থনৈতিক নীতির প্রতি জনসমর্থন পুনরুদ্ধারের জন্য তার প্রশাসনকে আরও স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...