25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

কাশ্মীর হামলার পর পাকিস্তান শীর্ষ কূটনীতিককে তলব, সর্বদলীয় বৈঠক ডাকল ভারত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার, যেখানে বিরোধী দলগুলিকে সরকারের পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হবে। বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে হবে বৈঠক এবং এতে সভাপতিত্ব করবেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।

কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক মারাত্মক অবনতি ঘটেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে, স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস) সদস্যদের সঙেগ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেই বৈঠকের তথ্যও নিশ্চিত করেছেন মোদি।

সেই বৈঠকে কিছু সিদ্ধান্তও গৃহীত হয়েছ। বুধবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে সেসব সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিপ্লব মিশ্রি। তিনি আরও জানান, ভারতের পক্ষ থেকে ৬০ বছরের পুরনো নদীজল ভাগাভাগির চুক্তি (সিন্ধু জলচুক্তি) সাময়িকভাবে স্থগিত করা হবে এবং একমাত্র স্থলসীমান্ত আটারি–ওয়াঘা ক্রসিং বন্ধ করে দেওয়া হবে।

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি, সিন্ধু নদী ও এর উপনদীগুলো ভারতের ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দেয়, যা এতদিন যুদ্ধকালেও অটুট ছিল। মিশ্রি জানিয়েছেন, এই চুক্তি আপাতত “সাময়িকভাবে স্থগিত” থাকবে।

দুই দেশের সম্পর্ক আগেই দুর্বল ছিল, বিশেষত ২০১৯ সালে ভারতের কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিলের পর, পাকিস্তান ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং দিল্লিতে নতুন রাষ্ট্রদূত পাঠানো বন্ধ রাখে।

মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার মোদী সরকার ও হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সেই প্রচারণার জন্য বড় ধাক্কা, যেখানে তারা দাবি করেছিল, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় সেখানে শান্তি ও উন্নয়ন ফিরেছে।

এদিকে, একই দিন জম্মু ও কাশ্মিরে সক্রিয় সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের শের-ই-কাশ্মির আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে হবে এই বৈঠক।

অন্যদিকে, ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের পরিকল্পনা করছেন, বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, এক্সকে (X) দেওয়া এক পোস্টে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...