27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা পুত্র

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বাবার একটি কর্মকাণ্ডকে “ভুল” উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই বিষয়টি জানান।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “প্রথমেই আমার বাবার ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক বাবার নামে ইস্যুকৃত একটি ঠিকাদারি লাইসেন্স সম্পর্কে জানতে চান। বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হই, তিনি জেলা পর্যায়ে, অর্থাৎ জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি লাইসেন্স গ্রহণ করেছেন। সেই তথ্য সাংবাদিককে জানানো হয় এবং তা পরে গণমাধ্যমে প্রকাশ পায়।  আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে কিছু ব্যাখ্যার প্রয়োজন অনুভব করছি।”

তিনি জানান, “আমার বাবা একজন স্কুল শিক্ষক—আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একজন স্থানীয় ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার নাম ব্যবহার করতে চেয়ে তাকে একটি ঠিকাদারি লাইসেন্স গ্রহণের পরামর্শ দেন। বাবা সাদাসিধেভাবে সেই পরামর্শে সাড়া দিয়ে লাইসেন্সটি গ্রহণ করেন। যদিও যেকোনো নাগরিক ব্যবসায়িক উদ্দেশ্যে লাইসেন্স নিতে পারেন, আমি নিজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় বাবার এই সম্পৃক্ততা স্পষ্টভাবে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি করত। বিষয়টি বোঝানোর পর, আজ বাবার আবেদনক্রমে লাইসেন্সটি বাতিল করা হয়েছে।”

আসিফ মাহমুদ আরও বলেন, “বাবা হয়তো স্বার্থের সংঘাতের বিষয়টি পুরোপুরি অনুধাবন করতে পারেননি। এজন্য তার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি।”

তিনি জানান, এই মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো প্রকল্পে আবেদন করা হয়নি।

উল্লেখ্য, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের দাবি করেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...