30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

অপহরণের আটদিন পর মুক্তি পেল চবির পাঁচ শিক্ষার্থী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে আটদিন পর মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা।

মুক্তিপ্রাপ্তরা হলেন—পিসিপি চবি শাখার সদস্য রিশন চাকমা এবং তার চার বন্ধু, চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর আগে, সোমবার (২১ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় ইউপিডিএফের একটি গোপন আস্তানায় যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল ফোন, সামরিক পোশাকসহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

এই ঘটনার শুরু থেকেই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-কে দায়ী করে আসছে জেএসএস সমর্থিত পিসিপি। তবে অপহরণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা।

উল্লেখ্য, গত বুধবার (১৬ এপ্রিল) সকালে বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে শিক্ষার্থীদের অপহরণ করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

আগৈলঝাড়ায় র‍্যাবের অভিযানে গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী: পুলিশের খাতায় নেই কোনো অপরাধের রেকর্ড

নিউজ ডেস্ক বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২১ এপ্রিল মাদকবিরোধী অভিযানে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হন দুই শিক্ষার্থী। এদের মধ্যে কারফা...