31 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

ফেসবুক, ইউটিউব, টিকটক ও লাইকি সহ সকল অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে, এসব মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি সহ সকল অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট প্রচার বন্ধে সংশ্লিষ্ট ওয়েবসাইট, লিংক ও গেটওয়ে অবিলম্বে বন্ধ করতে হবে। এ লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

মানবাধিকার সংগঠন ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’ এবং সুপ্রিম কোর্টের দুই আইনজীবী বায়েজিদ হোসেন ও নাঈম সরদারের পক্ষে এই নোটিশ পাঠানো হয়। এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, বিটিআরসি এবং পুলিশের মহাপরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী অশ্লীল ছবি বা ভিডিও তৈরি, প্রচার ও প্রকাশ সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় সামাজিক মাধ্যমে এসব কনটেন্ট অবাধে ছড়িয়ে পড়ছে। ফলে ফেসবুক, ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্ম সাধারণ ব্যবহারকারীদের জন্য অনুপযুক্ত হয়ে উঠেছে।

এ ধরনের অশ্লীল কনটেন্ট পারিবারিক ও সামাজিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে এবং সমাজের নৈতিকতা ও মূল্যবোধ ধ্বংস করছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শিশু-কিশোরসহ অধিকাংশ নাগরিক অনলাইনে অশ্লীল কনটেন্টে আসক্ত হয়ে পড়ছে। স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় কোমলমতি শিশুরাও এ ধরনের কনটেন্টের শিকার হচ্ছে।

এই সুযোগে বিদেশি প্রতিষ্ঠানগুলো দেশীয় একটি সিন্ডিকেটের সহায়তায় হাজার হাজার কোটি টাকা পাচার করছে। উল্লেখযোগ্য সংখ্যক সেলিব্রেটি ও শোবিজ তারকা নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টাকার বিনিময়ে অশ্লীল কনটেন্ট ও বিজ্ঞাপন প্রচার করছেন। এমনকি কিছু চিকিৎসকও অনলাইন ভিউ বাড়াতে যৌন উত্তেজক ওষুধ ও পণ্যের বিজ্ঞাপন অশ্লীল উপায়ে প্রচার করছেন।

নোটিশে আরও বলা হয়েছে, ডা. জাহাঙ্গীর কবির, ডা. তাসনিম জারাসহ অনেকেই পরামর্শমূলক ভিডিওর আড়ালে যৌন উত্তেজক ওষুধের প্রচারে লিপ্ত। এসব ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে পারিবারিক ও সামাজিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে।

নোটিশে এই পরিস্থিতিকে “গণ-উপদ্রব” হিসেবে উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধির ২৬৮, ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারা অনুযায়ী এ ধরনের কার্যকলাপ শাস্তিযোগ্য। সংবিধানের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জনস্বাস্থ্য রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ২৯ ও ৩০ ধারাও একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবস্থার কথা বলে।

তবে নোটিশে দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় দেশে অশ্লীলতা ও বেআইনি কনটেন্টের বিস্তার ঘটছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নোটিশে শেষাংশে বলা হয়েছে, অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না হলে ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

এক মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা চায় পুলিশ

নিউজ ডেস্ক : প্রতিবছর এক মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা দাবি করেছে পুলিশ। তাদের যুক্তি, অন্যান্য সরকারি চাকরিজীবীরা বছরে ১২৯...