Your Ads Here 100x100 |
---|
শিবপুর,(নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে গোপনে ধারণ করা এক নারীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করায় মামুন (৩০) নামের এক যুবককে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার বাঘাব ইউনিয়নের হামুরদিয়া গ্রাম থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারায় তাকে আটক করা হয়। আটককৃত আল মামুন একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে। জানা যায়, ব্রাহ্মন্দী গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া আক্তার বাদি হয়ে মামুনের বিরুদ্ধে ২৩ এপ্রিল বুধবার একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিবরণে জানা যায়, রাতে স্বামীর সাথে ইমুতে ভিডিও কলে কথা বলার সময়; মামুন গোপনে ভিডিও ধারণ করে ১ লক্ষ টাকা দাবী করেন। দাবীকৃত টাকা না দিলে, ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ও দেখান এবং সন্তানকে অপহরণ করার হুমকি প্রদান করেন।
অভিযোগটি আমলে নিয়ে আজ বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, আটককৃত মামুন গোপনে ভিডিও ধারণ করে ভুক্তভোগী পরিবারের কাছে টাকা দাবি করলে ভুক্তভোগী পরিবার বুধবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে বৃহস্পতিবার সকালে তার বাড়ি থেকে আটক করা হয়েছে।