Your Ads Here 100x100 |
---|
বানারীপাড়া, বরিশাল প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়নে ডাকাতির ঘটনায় শহীদুল ইসলাম মানিককে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠিতে শহিদুল ইসলাম মানিকের (৫০) বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগীর মেয়ে সুমাইয়া ইসলাম শান্তা ও তার পরিবারের পাশে এলাকাবাসী অবস্থান নেয়। প্রতিবেশীরা জানান, বজলুর রহমান হাওলাদারের দশ ছেলেমেয়ে মধ্যে ৩য় শহিদুল ইসলাম মানিক। প্রায় দুই যুগ সৌদিতে প্রবাস জীবন শেষ করে গত ২০১৯ সালে দেশে ফেরে। প্রবাসে থাকাকালে অঢেল সম্পদ ও গাজীপুরের সফিপুরে গড়েছে বাড়িসহ দোকানপাট। শহিদুল ইসলাম মানিকের ছিল না আর্থিক অনাটন বা অস্বচ্ছতা এবং একমাত্র কন্যার জামাতাও সেনাবাহিনীতে কর্মরত।
প্রসঙ্গত, ২১শে এপ্রিল সোমবার বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামে দফাদার বাড়ির মিজানুর রহমান বাবুল মিয়ার ঘরে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২২ শে এপ্রিল) মিজানুর রহমান বাদি হয়ে পার্শ্ববর্তী গরদ্দার গ্রামের শহিদুল ইসলাম মানিক ও কালুসহ ৫/৭ জনকে অজ্ঞাত রেখে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একইদিন অভিযুক্ত শহিদুল ইসলাম মানিকে; পরিবারের ভাষ্যমতে, কিছু না বুঝে ওঠার আগেই তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
শহিদুল ইসলাম মানিকের মেয়ে শান্তা জানান, পার্শ্ববর্তী গ্রামের দফাদার বাড়ির ডাকাতির ঘটনার রাতে, বাবা (ভুক্তভোগী) নিজ বাড়িতে ছিলেন। তাদের কোনো প্রকার পিছুটান নেই এবং তার বাবাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলার আসামি করে সামাজিক দৃষ্টিকোণে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
উক্ত মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী শহীদুল ইসলাম মানিকের বিরুদ্ধে আনিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে এলাকাবাসী।