28 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

কিশোরগঞ্জের চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
কিশোরগঞ্জ প্রতিনিধির রকি হাসান:

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের ৫ম তলায় ৫০৫৯ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বজনরা জানান, গত সোমবার সকালে পেটের ব্যথা নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন জেলার তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামের আব্দুস সোবহান।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় কোনো ডাক্তার কিংবা নার্সকে খুঁজে পাওয়া যায়নি। শ্বাসকষ্টে ছটফট করতে থাকেন তিনি; পরে একজন নার্স এসে অক্সিজেন দেন, এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, আব্দুস সালাম দুলাল মারা যাওয়ার পর তারা চিৎকার চেঁচামেচি করতে থাকলে তাদেরকে পরিচালকের কক্ষে আটকে রাখা হয়। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মারা যাওয়া দুলালের ছেলে মো. মাসুদ হেলাল।

এদিকে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাসপাতালটির সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান নাসির।

এলাকাবাসী জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসা ও ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর ঘটনা নতুন নয়। এ নিয়ে গত ৩ মাসে ভর্তি থাকা ৪ রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...