28 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

কানে ইতিহাস গড়ল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক:

বাংলাদেশের চলচ্চিত্রে যোগ হলো এক নতুন গৌরব—কান চলচ্চিত্র উৎসবের ৭৮ তম আসরের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে দেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। এই প্রথমবারের মতো কোনও বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হলো।

‘আলী’ প্রতিদ্বন্দ্বিতা করবে স্বর্ণপাম বা পাম দ’ওর পুরস্কারের জন্য। এই ঘোষণা এসেছে ২৫ এপ্রিল, শুক্রবার কানের আয়োজক কর্তৃপক্ষের তরফ থেকে।

সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। প্রযোজনায় ছিলেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। লাইন প্রোডাকশনে কাজ করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান রানআউট ফিল্মস।

এই অর্জন নিয়ে প্রযোজক তানভীর হোসেন বলেন, “স্বল্পদৈর্ঘ্য সিনেমাকে আমরা প্রায়ই অবহেলা করি, কিন্তু এখান থেকেই তরুণ নির্মাতাদের পথচলা শুরু হয়। কানের মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়া আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস।”

পরিচালক আদনান আল রাজীব জানান, ২০২৪ সালের নভেম্বরে সিলেটে সিনেমাটির শুটিং হয়। যদিও উৎসবের নিয়ম অনুযায়ী বিস্তারিত বলতে না পারলেও তিনি জানান, “এটি এক ব্যক্তিগত যাত্রার মাধ্যমে একটি গভীর সত্যকে খোঁজার গল্প।”

‘আলী’-এর মূল প্রোডাকশন হাউস ‘ক্যাটালগ’, যা গড়ে উঠেছে আদনান, তানভীর, ক্রিস্টিন ডি লিওন এবং আরভিন বেলারমিনোর যৌথ উদ্যোগে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাতাদের সংযুক্ত করার লক্ষ্যে তৈরি এই প্রতিষ্ঠান থেকে ফিলিপাইনের ‘আগাপিতো’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্বাচিত হয়েছে এবারের কানের মূল প্রতিযোগিতায়।

একই প্রোডাকশন হাউস থেকে প্রযোজিত দুটি চলচ্চিত্রের এই অসাধারণ অর্জন নিঃসন্দেহে বিরল।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের ‘মাটির ময়না’ ও ‘রেহানা মরিয়ম নূর’ কানে পূর্ণদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছিল। এবার প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য বিভাগেও বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হলো।

উৎসবটি শুরু হবে ১৩ মে, ফ্রান্সের দক্ষিণ উপকূলে ভূমধ্যসাগরের তীরে, এবং চলবে ২৪ মে পর্যন্ত।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...