25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

রাজধানীতে অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে শিগগির অভিযান: ডিএনসিসি প্রশাসক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করছে। এরই মধ্যে ডিএমপি অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা তৈরি করেছে। শিগগির রাতের বেলা অভিযান চালিয়ে এসব স্থাপনা বন্ধ করে দেওয়া হবে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক। এদিন ডিএনসিসির ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় সাতটি প্যাকেজের আওতায় মোট ২০ কিলোমিটার রাস্তা, ৩৪ কিলোমিটার নর্দমা ও ১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, বিভিন্ন এলাকার বাড়ির মালিক সমিতিকে অনুরোধ করবো, আপনারা যেন আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশ করতে না দেন। আবাসিক এলাকার পরিকল্পিত ব্যবস্থাপনা নষ্ট করে কোনো বাণিজ্যিক কার্যক্রম করতে দেওয়া যাবে না। স্থানীয় কমিউনিটি ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে অবৈধ অটোরিকশা ও হকার উচ্ছেদ সহজ হবে।

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, প্লট কেনার আগে সংশ্লিষ্ট মৌজার ম্যাপ দেখে নিশ্চিত হোন, জমিটি জলাধার কি না। জলাধার হলে সে জমি না কেনার অনুরোধ করছি, কারণ পরে আইনি জটিলতায় পড়তে হতে পারে।

পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকার প্রসঙ্গে তিনি বলেন, একসময় ধারণা করা হতো, এখানে কোনো দিন পাকা রাস্তা হবে না। তখন গোডাউন ভাড়া দেওয়া ছাড়া এই এলাকার অন্য কোনো ব্যবহার ছিল না। মাঠের জন্য আলাদা জায়গা রাখা হয়নি, গাছও লাগানো হয়নি। ইস্টার্ন হাউজিংয়ের ভেতর দিয়ে খাল ছিল, যেটি উদ্ধারের জন্য নাগরিক আন্দোলন ও মামলাও করা হয়েছিল। সাতটি প্যাকেজের নির্মাণকাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন হবে।

স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, বর্ষার এই সময়টিতে গাছ লাগিয়ে পুরো ইস্টার্ন হাউজিং এলাকাকে সবুজে ঢেকে দিন। বড় গাছ লাগানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, পরিকল্পনা করে কোনো রোডে কৃষ্ণচূড়া, অন্য রোডে সোনালু গাছ লাগান, এতে করে পরিবেশ আরও সুন্দর হবে।

বক্তৃতা শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ নির্মাণকাজের উদ্বোধন করেন এবং মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...