30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয় সিকিউরিটি ওয়ার্কশপ অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
মোছা. মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে যেমন অগ্রগতি লাভ করেছে যোগাযোগ, লেনদেনসহ সমাজের প্রায় সার্বিক ব্যবস্থা, উন্মুক্ত হয়েছে নব নিরাপত্তার দ্বার।একই সাথে প্রযুক্তির অপপ্রয়োগের সংবাদও নেহাতই কম নয়।তাই সাইবার আক্রমণ সম্পর্কে সতর্ক করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ।

শনিবার (২৬ এপ্রিল ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ‘JKKNIU CyberCon 2025: Offense Meets Defense’ এর আয়োজন করেছে জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব।
এটি একটি পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি সম্মেলন, যেখানে অফেন্স এবং ডিফেন্স মিলেমিশে তৈরি হয়েছে জ্ঞান ও দক্ষতার এক অনন্য পরিবেশ।

ওয়ার্কশপে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন রায়হান কনক। তিনি শিক্ষার্থীদের ধারণা দেন ডিফেন্সিভ, অফেন্সিভ এবং ক্যারিয়ার সম্পর্কে। তিনি বলেন, “প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে সাইবার নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শুধু প্রযুক্তি ব্যবহার করলেই হবে না, নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।”

বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদে থাকতে হলে ব্যক্তিগত পাসওয়ার্ড পরিবর্তন করা, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা এবং শক্তিশালী অ্যান্টিভাইরাস ব্যবহার করা এখন অত্যন্ত প্রয়োজনীয়।

এছাড়াও, শিক্ষার্থীদের মধ্যে সাইবার সচেতনতা বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য,বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক প্রতারণা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডেটা হ্যাকিংয়ের ঝুঁকি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। দেশের বড় বড় বাণিজ্যিক ব্যাংক সাইবার আক্রমণের শিকার হয়, যেখানে গ্রাহকদের লাখ লাখ টাকার তথ্য হাতিয়ে নেয়া হয়। এছাড়াও, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকেও টার্গেট করা হয়।আর ক্ষতির এই সম্ভাবনাকে মাথায় রেখে করা এই আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে ‘জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব’।

- Advertisement -spot_img
সর্বশেষ

আগৈলঝাড়ায় র‍্যাবের অভিযানে গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী: পুলিশের খাতায় নেই কোনো অপরাধের রেকর্ড

নিউজ ডেস্ক বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২১ এপ্রিল মাদকবিরোধী অভিযানে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হন দুই শিক্ষার্থী। এদের মধ্যে কারফা...