26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

কাশ্মীর সিমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা জুড়ে টানা তৃতীয় রাতের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

আজ রোববার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গুলিতে ২৬ পর্যটক নিহতের ঘটনায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

ভারতের অভিযোগ সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন করছে পাকিস্তান।

ইসলামাবাদ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং পাকিস্তানকে ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করে, তারা ভারতের যেকোনো পদক্ষেপের যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরে হামলার ঘটনায় অভিযুক্তদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে। পুলিশ জানিয়েছে, পলাতক বন্দুকধারীদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক রয়েছে।

রোববার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তান ‘বিনা উস্কানিতে’ হালকা অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছোড়ে।

পাকিস্তান এখনও সর্বশেষ গোলাগুলির বিষয়ে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...