25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সুধীসমাবেশে মুক্তিযোদ্ধার বক্তব্যে বাধা জামায়াত নেতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশের আয়োজনে একটি সুধীসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এক বীর মুক্তিযোদ্ধাকে বাধা দিয়ে থামিয়ে দেন জামায়াতে ইসলামীর এক নেতা।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা শহরের শহিদ সাটু অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেখানেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
বক্তব্যরত মুক্তিযোদ্ধা ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মো. তরিকুল আলম। তাকে বাধা দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান।

সুধীসমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন মো. তরিকুল আলম।

প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বক্তব্যের এক পর্যায়ে মো. তরিকুল আলম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সাথে ২০২৪ সালের ৫ আগস্টের কোনো তুলনা না করার আহ্বান জানান। এ সময় সামনের সারিতে বসা জামায়াত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙুল উঁচিয়ে তরিকুল আলমের দিকে তেড়ে আসেন এবং চিৎকার করে বক্তব্য থামাতে বলেন। তখন আরও কয়েকজন চেঁচামেচি শুরু করেন এবং একজন মুক্তিযোদ্ধাকে মাইক্রোফোন ছেড়ে দিতে বলেন। এ সময় পুলিশের এক সদস্য তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোনটি নিয়ে নেন।

ঘটনার পর তরিকুল আলম বলেন, “আমি কী বলতে চেয়েছিলাম, তা বলতে দেওয়া হলো না। আমার বক্তব্য শেষ করতে দেওয়া হয়নি।” এই বলে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা লতিফুর রহমান প্রথম আলোকে বলেন, “উনি (মুক্তিযোদ্ধা) ৫ আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় আমি প্রতিবাদ জানিয়েছি।”

অন্যদিকে, মো. তরিকুল আলম বলেন, “আমি কোনো দলের লেজুড়বৃত্তি করি না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধের কথা বলবই। তবে জুলাই-আগস্টের আন্দোলনকে অস্বীকার করি না। যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সহানুভূতি রয়েছে। কিন্তু আমাকে সেসব বলার সুযোগ দেওয়া হয়নি। তার আগেই থামিয়ে দেওয়া হয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য।”

এ ঘটনার পর সমাবেশে ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার রেজাউল করিমসহ কয়েকজন বক্তব্য দিলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

পরে মোবাইল ফোনে জেলা পুলিশ সুপার রেজাউল করিম বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। হঠাৎ করেই ঘটে গেছে। এর বেশি কিছু বলার নেই।”

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...