25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

অস্ত্রধারীদের গুলিতে কমপক্ষে ১২ জন সেনা নিহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

নাইজারের পশ্চিমাঞ্চলে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ১২ জন সেনা নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার এই হামলাটি ঘটে নাইজার, বুরকিনা ফাসো ও মালি—এই তিন দেশের সীমান্তবর্তী অঞ্চলে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনী দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম আফ্রিকার এই অঞ্চলটি আল কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সম্পর্কিত চরমপন্থি বিদ্রোহীদের অন্যতম কেন্দ্রস্থল।

সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর একটি ইউনিট সাকোইরা গ্রামের প্রায় ১০ কিলোমিটার উত্তরে একটি অভিযান পরিচালনা করার সময় সশস্ত্র ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করা হলেও তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ ঘটনার আগে, মার্চ মাসে, একই সীমান্তবর্তী কোকোরো অঞ্চলের ফোম্বিতা গ্রামে এক মসজিদে আইএসের সঙ্গে সম্পর্কিত ইআইজিএস গোষ্ঠীর জঙ্গি হামলায় ৪৪ জন নিহত হয়।

২০১২ সালে তুয়ারেগদের বিদ্রোহের সময় জঙ্গিরা মালির উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয়, এবং এর পর থেকে আফ্রিকার পশ্চিম সাহেল অঞ্চলে জঙ্গি তৎপরতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহের প্রভাব এখন মালির সীমান্ত পেরিয়ে নাইজার ও বুরকিনা ফাসোতে ছড়িয়ে পড়েছে, এবং সম্প্রতি পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ টোগো ও ঘানার উত্তরাঞ্চলেও এর প্রভাব অনুভূত হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...