Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। সংসদ সদস্য হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, অস্ত্রধারী ক্যাডার বাহিনী দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি, দোকান, মৎস্য ঘের, বসতভিটা দখলসহ আরও বিভিন্ন অপকর্মে লিপ্ত হন।
এ কারণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। ১৯ ডিসেম্বর, পেকুয়ায় অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণার সময়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত ও অসৌজন্যমূলক মন্তব্য করেন জাফর আলম। এর পরই তাকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
নির্বাচনে তিনি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কাছে পরাজিত হন। পরাজয়ের পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করতে শুরু করেন, যেখানে সরকারি বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।
এছাড়া, জাফর আলমের পক্ষ থেকে নির্বাচনী কার্যক্রমে অংশ না নেওয়া এবং তার পছন্দের প্রার্থীকে সমর্থন জানানোর কারণে সশস্ত্র ক্যাডার বাহিনী ব্যবহার করে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগও রয়েছে। এমনকি, অপহরণ ও হত্যার পর লাশ গুম করার হুমকির কথাও শোনা যায়।
জাফর আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামা থেকে জানা যায়, তার স্ত্রীর নামে ৬১৯ শতক জমি রয়েছে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২৮ লাখ ৭৫ হাজার ৫০১ টাকা জমা রয়েছে। এছাড়া, ১৮ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৩০ ভরি স্বর্ণালংকারও তার স্ত্রীর দখলে রয়েছে। সব মিলিয়ে তার স্ত্রীর সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৬৮ লাখ ৭১ হাজার ২৫৪ টাকা। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ সম্পদ সম্পর্কিত তদন্ত শুরু করেছে।
এছাড়া, দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনে অংশ নিলেও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি নির্বাচনে জয়লাভ করতে পারেননি।