25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

দুই উপদেষ্টার পদত্যাগ চায় বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

দুর্নীতির অভিযোগে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগের দাবি তুলেছে।

রোববার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, পদায়ন ও টেন্ডার সংক্রান্ত তদবির বাণিজ্য পরিচালনা করছিলেন অভিযুক্ত দুই উপদেষ্টার সহকারীরা। এই চক্রের মাধ্যমে মোয়াজ্জেম হোসেন প্রায় ৪ শত কোটি টাকা আয় করেছেন বলে অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টা পিও তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও।

এতে আরও বলা হয়, অভিযুক্তদের পিছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন ছিল, যার কারণে তারা এই ধরনের কার্যকলাপ চালিয়ে যেতে সক্ষম হয়েছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—তাদের নির্দেশদাতা বা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কি দায় এড়াতে পারবেন?

সংগঠনটি দাবি করেছে, নৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করতে এবং জনগণের মধ্যে স্বচ্ছতা ফিরিয়ে আনতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ অপরিহার্য। পাশাপাশি, দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে, দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা পিও তুহিন ফারাবীকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...