30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

এস আলম গ্রুপের ১১৪৯ শতাংশ জমি ও স্থাপনা নিলামে তুলল ইসলামী ব্যাংক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

২,১৮০ কোটি টাকার পাওনা আদায়ে এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র, ভোজ্যতেল কারখানাসহ মোট ১১৪৯ শতাংশ জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। আজ রোববার স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা এ নিলাম ডাকে।

চট্টগ্রামের একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর খাতুনগঞ্জ করপোরেট শাখার বিনিয়োগ গ্রাহক এস আলম গ্রুপের অধীনস্থ এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড এবং এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও পরিচালকগণ হলেন: ওসমান গনি, আবদুস সামাদ, মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), হালিমা বেগম, সম্পদ কুমার বসাক, হাসান ইকবাল, মোহাম্মদ শহীদুল আলম, তৌহিদুল আলম, মোহাম্মদ আবদুল্লাহ হাছান, এখলাসুর রহমান এবং ফারজানা পারভীন।

ব্যাংকের দাবি অনুযায়ী, চলতি বছরের ২০ এপ্রিল পর্যন্ত লভ্যাংশসহ তাঁদের খেলাপি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৭৯ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা। এই পাওনা আদায় ও অন্যান্য খরচ মেটানোর উদ্দেশ্যে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২ (৩) ধারার আওতায় বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির জন্য আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

এর আগে, গত ২০ এপ্রিল, ৯,৯৪৮ কোটি টাকা পাওনা আদায়ে এস আলম গ্রুপের একটি চিনিকলসহ প্রায় ১১ একর সম্পত্তির নিলাম ডাকেছিল ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা।

- Advertisement -spot_img
সর্বশেষ

মানবিক করিডোর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের ‘মানবিক করিডোর’ স্থাপন সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার...