29 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

বিয়ের জন্য পাত্রদের বায়োডাটা চাইলেন মিলা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক

রক গায়িকা মিলা ইসলাম দীর্ঘদিন ধরে সিঙ্গেল জীবন যাপন করছেন। তবে বিয়ের জন্য এখনো উপযুক্ত ছেলে খুঁজে পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

সাক্ষাৎকারে মিলা বলেন, “আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি। কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করছে না—আপনার কী প্রেম হয়েছে, কখন বিয়ে করবেন, এখন কী করছেন, আপনার বিয়ে কবে হবে?”

বিয়ে প্রসঙ্গে মিলা বলেন, “সমস্যা হলো, আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না। নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করাটা কঠিন কাজ। বিয়ে হওয়াটা এত গুরুত্বপূর্ণ নয়, বরং এই মুহূর্তে দরকার একজন জীবনসঙ্গী—যিনি আমার বন্ধু হবে, আমাকে বুঝবে। আপনারা বায়োডাটা পাঠান। আমি চাই সে গুড লুকিং, হ্যান্ডসাম হবে এবং পাশাপাশি দায়িত্বশীল হবে। মায়া থাকবে—বিশেষ করে পশু-পাখির প্রতিও মায়া থাকতে হবে।”

বর্তমান সময়ের সংসার জীবন নিয়ে মিলা বলেন, “আমাদের জেনারেশন পরিবর্তন হয়েছে। আমাদের বাবা-মায়ের সময়ে তারা একরকম সংসার করতেন। এখনকার প্রজন্ম ভিন্নভাবে সংসার করে।”
তিনি আরও যোগ করেন, “যদি টাকা থাকে, তাহলে আমার সব আছে। টাকা আয় করা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমি টাকাওয়ালা জামাই চাই না।”

উল্লেখ্য, মিলার প্রথম একক অ্যালবাম ফেলে আসা প্রকাশিত হয় ২০০৬ সালে। অ্যালবামটি পরিচালনা করেন কয়েকজন সংগীত পরিচালক। ২০০৮ সালে মুক্তি পায় তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ আল মুক্তাদির ফিচারিং মিলা: চ্যাপ্টার-২, যার সুর ও সংগীত পরিচালনা করেন ফুয়াদ আল মুক্তাদির। পরের বছর, ২০০৯ সালে, ফুয়াদ ফিচারিং মিলা: রি-ডিফাইন্ড প্রকাশিত হয়, যার সুরকার ও সংগীত পরিচালকও ছিলেন ফুয়াদ।

- Advertisement -spot_img
সর্বশেষ

রিয়াল ছেড়ে সেলেসাওয়ের পথে আনচেলত্তি, নতুন অধ্যায়ের অপেক্ষায় ব্রাজিল

দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। ফুটবলবিশ্বে বহু কাঙ্ক্ষিত সেই মিলনের মুহূর্ত যেন এবার ধরা দিতে যাচ্ছে বাস্তবে। রিয়াল...