30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর প্রত্যাহারের সুপারিশ: ৮ হাজার ৮৩২টি মামলা নিয়েছে কমিটি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

দেশে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে সুপারিশকৃত মামলাসমূহের তালিকা আগামী কয়েক দিনের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করবে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়।

আজ রোববার সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ১২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে আরও ৫১৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এর ফলে গত চার মাসে মোট ৮,৮৩২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

সভায় জানানো হয়, এসব মামলার প্রতিটিতে গড়ে কমপক্ষে ৫০ জনকে আসামি করা হয়েছিল। এর ফলে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় পাঁচ লাখ নেতাকর্মী এসব মামলার আসামি হয়েছেন। বর্তমানে, আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগে (সলিসিটর অনুবিভাগ, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা) অথবা solicitor.lawjusticediv.gov.bd ই-মেইলে সরাসরি আবেদন করেও মামলা প্রত্যাহার করা সম্ভব। মামলার এজাহার ও অভিযোগপত্রের ‘সার্টিফাইড কপি’ সংগ্রহে সমস্যা হলে, আবেদনকারীরা মামলা প্রত্যাহারের জন্য আবেদনপত্রের সঙ্গে এজাহার ও অভিযোগপত্রের ‘সার্টিফাইড ফটোকপি’ দাখিল করতে পারবেন, বলে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মেরাদিয়ায় পশুর হাট বসানোর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার...