22 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ঐকমত্যের বাইরে কোনো সংস্কার করা যাবে না : আমির খসরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে, ঐকমত্যের বাইরে সংস্কার করার কোনো সুযোগ নেই। আজ রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে বিজেপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিল। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বিজেপির মহাসচিব আবদুল মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ প্রমুখ। বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

এ সময় আমির খসরু বলেন, “আমরা দেশে বাকশাল প্রতিষ্ঠা করতে যাচ্ছি না। যারা মনে করেন যে, সবাইকে একমত হতে হবে, তাদের চিন্তা পুরোপুরি বাকশালী চিন্তা। এ ধরনের চিন্তা শেখ হাসিনাও করেছিলেন। বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন দর্শন ও চিন্তা-ভাবনা থাকবে, এবং ভিন্নমত থাকবে। যেখানে ঐকমত্য হয়েছে, সেখানে সংস্কারের কোনো সুযোগ নেই। এর বাইরে কিছু করতে চাইলে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং, যেগুলো নিয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো কেন জাতির সামনে তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন।”

এ প্রসঙ্গে আরও বলেন, “ইতিমধ্যে সবাই তাদের মতামত জমা দিয়েছে। অনেক সময় চলে গেছে এবং আলোচনা শেষ হয়ে গেছে। ঐকমত্য যেখানে হয়েছে, সেখানে এক সপ্তাহের মধ্যে কিছুই করতে হবে না। জাতিকে জানানো উচিত, ঐকমত্য কোথায় হয়েছে। ওই ঐকমত্যের ভিত্তিতে সনদে সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া খুব সহজ একটি প্রক্রিয়া। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।” তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে সংশয় তৈরি হচ্ছে, যা আগামী দিনের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না।”

- Advertisement -spot_img
সর্বশেষ

জুলাই গণ-অভ্যুত্থান ইতিহাস সংরক্ষণে অধিদপ্তর গঠন

নিউজ ডেস্ক : গণ-অভ্যুত্থান ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং এর আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে সরকার গঠন করেছে...