30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

অভ্যুত্থানের রক্তের কমিটমেন্টে অবৈধ এক টাকা স্পর্শ করিনি : সারজিস আলম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম মন্তব্য করেছেন যে, তিনি এখন পর্যন্ত কোনো অবৈধ টাকা স্পর্শ করেননি এবং কখনোই কোনো অনৈতিক সুপারিশকে প্রশ্রয় দেননি। তিনি দাবি করেছেন, এসব বিষয় তার ব্যক্তিগত প্রতিশ্রুতি এবং অভ্যুত্থানের প্রতি তার দায়বদ্ধতা থেকে উদ্ভূত।

সারজিস আলম রবিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এসব মন্তব্য করেন। তিনি বলেন, “এটি আমার কাছে অভ্যুত্থানের রক্তের কমিটমেন্ট, যা আমি নিজের সঙ্গে নিজে করেছি।”

তাঁর পোস্টে সারজিস আলম উল্লেখ করেন যে, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে অপপ্রচার, মনগড়া তথ্য এবং ভিত্তিহীন অভিযোগ দেখা গেছে। তিনি বলেন, “কেবল একটি অভিযোগের জবাব দিয়েছি, বাকিগুলো এড়িয়ে গেছি।” তিনি আরও জানান, যেসব অভিযোগে তার কোনো সম্পর্ক ছিল না, সেগুলোর সাথে নিজের অবস্থান পরিষ্কার করা সম্ভব নয়।

তিনি বলেন, “এই প্রপাগান্ডা মেশিনগুলোর দিকে মনোযোগ না দিয়ে আমাদের কাজের দিকে মনোযোগী হওয়া উচিত। এতো কম সময়ে এত প্রতিপক্ষ তৈরি হয়েছে যে, এসব প্রপাগান্ডা নতুন কিছু নয় এবং ভবিষ্যতেও আরো বাড়বে।”

সারজিস আলম আরো বলেন, “এটি খুব খারাপ যে, কেউ একটি লেখা বা নিউজ দেখে সেটি সত্যি মনে করে দোষী-অভিযুক্তের মধ্যে পার্থক্য ভুলে যায়। কোনো অভিযোগ সত্যি কিনা বা লেখকের উদ্দেশ্য কী, তা যাচাই করা খুব গুরুত্বপূর্ণ।”

তিনি কিছু ঘটনার সম্ভাবনা উল্লেখ করেছেন, যেখানে হয়তো কেউ তথ্য পাঠিয়ে সেটি যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে, অথবা ব্যক্তিগত অনুমান ভিত্তিক লেখা হয়েছে, কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছে।

এছাড়া, গাজী সালাহউদ্দিন তানভীরের সাথে তার সম্পর্কের বিষয়ে তিনি স্পষ্ট করেন, “তিনি আমার আত্মীয় নন। পার্টি গঠনের সময় অন্যান্যদের মতো তাকে পার্টিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।” সারজিস আলম বলেন, যদি তানভীর কোনো অবৈধ বা অনৈতিক কাজ করে থাকেন, তবে সাংগঠনিক এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তিনি গণ ধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “যদি তার অভিযোগগুলো সত্যি প্রমাণিত হয়, তবে আমি রাজনীতি ছেড়ে দেব। আর যদি তিনি প্রমাণ করতে না পারেন, তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।”

সারজিস আলম পিনাকি দাদাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমি আশা করি, তারুণ্যকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা আরও বাড়বে এবং ব্যক্তিস্বার্থকেন্দ্রিক কোনো প্রচেষ্টার ফাঁদে পড়বেন না।”

তিনি শেষ কথা হিসেবে বলেন, “অবৈধ টাকা স্পর্শ করিনি, কোনো অনৈতিক সুপারিশকেও প্রশ্রয় দিইনি। এটি আমার কাছে অভ্যুত্থানের প্রতি রক্তের কমিটমেন্ট, যা আমি নিজে প্রতিশ্রুতি দিয়েছি।”

এটি পুনঃলিখন করা হয়েছে, আশা করি আপনি সন্তুষ্ট হবেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

পৃথিবীর স্বর্গ খ্যাত কাশ্মির কিভাবে ভয় ও আতঙ্ক কমাবে পর্যটকদের?

নুর রাজু , স্টাফ রিপোর্টার : ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও শহরের পরিবেশ এখনও নিস্তব্ধ...