Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান ইউআইইউর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য, বিভিন্ন বিভাগের প্রধান এবং ডিনসহ মোট ১১ জন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পদত্যাগকারী উপাচার্য ও বিভাগীয় প্রধানদের স্থলাভিষিক্ত না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য, সকল ডিন এবং বিভাগীয় প্রধানসহ মোট ১১ জন একযোগে পদত্যাগ করেন। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে তারা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন।