Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের উপকূলীয় শহর পাসনিতে একটি গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির দুইজন নিরাপত্তা রক্ষী নিহত এবং একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন-এর অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই হামলার পাশাপাশি কাচ্চি জেলার ধাহার পুলিশ লাইন্স এবং সিবি টাউনে একটি পশুপালন কার্যালয়ে গ্রেনেড হামলার ঘটনাও ঘটেছে।
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, গত রাতে গোয়াদার জেলার পিশিন টাউনের মুসকান চৌকে একটি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে গাড়িতে থাকা নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত এবং একজন আহত হন।
পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় এবং এতে পাসনি শহরের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের পরপরই বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের জেলা হাসপাতালে পাঠান।
নিহত দুইজন হলেন পাসনির বাসিন্দা নওয়াব সালমান এবং পাঞ্জাবের খুশাব জেলার বাসিন্দা মুহাম্মদ নওয়াজ।
ডন-এর প্রতিবেদনে আরও বলা হয়, কিছু সশস্ত্র ব্যক্তি কাচ্চি জেলার ধাহারের পুলিশ লাইন্স এবং সিবির একটি পশুপালন অফিসে গ্রেনেড হামলা চালায়। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।