33.5 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

বরিশালের বানারিপাড়া ৮২ বছর বয়সী বৃদ্ধের আত্মহত্যা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সাব্বির হোসেন,বানারিপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ার চাখারে নূরে ইসলাম (৮২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রোববার (২৭ এপ্রিল) দুপুরে চাখার ইউনিয়নের মধ্য চাখার গ্রামে কুদ্দুস সরদারের বাড়ির বারান্দায় তিনি গলায় ওড়না পেঁচিয়ে কাঠের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

নূরে ইসলামের মেয়ে বিথী বেগম জানান, তার বাবা নূরে ইসলাম গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। মায়ের মৃত্যুর পর থেকে তিনি মেয়ের কাছেই থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং নিজের হাত-পা কেটে আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন। তবে এবার পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং প্রাথমিক তদন্ত শেষে নূরে ইসলামের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহের পর বানারীপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি মামলা) দায়ের করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল: এনসিপি

খবরের দেশ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল...