27.6 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

নাসির-তামিমার বিরুদ্ধে মামলা শুনতে বিব্রত আদালত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে ব্যভিচার, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া এবং মানহানির অভিযোগে করা মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আদালত।
সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিব্রত প্রকাশ করে মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দেন।

এদিন নাসির ও তামিমা আদালতে হাজির হন এবং তাদের পক্ষে দু’টি আবেদন করা হয়। এর মধ্যে একটিতে বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়। অপরটি ছিল আত্মপক্ষ শুনানিতে মামলার সংক্ষিপ্ত বিবরণ পাঠের আবেদন।

বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন, আসামিপক্ষের আইনজীবী পূর্বে বাদীপক্ষের হয়ে মামলা পরিচালনা করেছেন, যা আইনসিদ্ধ নয়।
দুই পক্ষের শুনানি শেষে বিচারক বলেন,

“একটি ব্যস্ত আদালতে এ ধরনের মামলা পরিচালনা কঠিন। এতে অন্য মামলার কার্যক্রমে প্রভাব পড়ে। তাই আমি বিব্রতবোধ করছি এবং মামলাটি অন্য আদালতে বদলির নির্দেশ দিচ্ছি।”

এর আগে, মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি, তামিমার সাবেক স্বামী রাকিব হাসান এ মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের পরিপন্থি। এ ঘটনায় রাকিব ও তার মেয়ের মানসিক বিপর্যয় ঘটে এবং তিনি চরম মানহানির শিকার হন।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...