22 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ইরেশ যাকেরের নামে মামলা হওয়া বিরক্তিকর: উপদেষ্টা ফারুকি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :

অভিনেতা ইরেশ যাকের জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, তার বিরুদ্ধে মামলার ঘটনা বিরক্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ইরেশ যাকেরের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা সরকারকে দায়ী করা উচিত নয়, জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, “প্রকৃত ঘটনা তদন্ত করে পুলিশ সত্য উদঘাটন করবে।”

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, “মামলা দায়েরের অধিকার সকলের রয়েছে, তবে কেউ কেউ এই অধিকারকে অপব্যবহার করছে, এমন ধারণা আমার।”

এছাড়া, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা সম্পর্কে উপদেষ্টা জানান, এবারের শোভাযাত্রা সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রার মোটিভ ঠিক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও চারুকলা ইন্সটিটিউট।

গত ২০ এপ্রিল, বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার ঘটনায় শেখ হাসিনা, অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী।

এদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে অভিযোগটি নিয়মিত মামলায় পরিণত করার নির্দেশ দেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

জুলাই গণ-অভ্যুত্থান ইতিহাস সংরক্ষণে অধিদপ্তর গঠন

নিউজ ডেস্ক : গণ-অভ্যুত্থান ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং এর আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে সরকার গঠন করেছে...