29 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

প্রথমবারের মতো সোহরাওয়ার্দীতে ক্যারিয়ার বুস্টিং প্রোগ্রামের আয়োজন করলো সিওয়াইবি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ক্যাম্পাস প্রতিনিধি :

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “Consumer Youth Represent” (CYB) আয়োজিত ক্যারিয়ার বুস্টিং প্রোগ্রাম। তরুণদের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মহোদয় ডা. কাকলি মুখোপাধ্যায়,বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফরিদা ইয়াসমিন। মূল উপস্থাপন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার বিশ্লেষক মোহাম্মদ আলী ফিরোজ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কাকলি মুখোপাধ্যায় বলেন, সচেতন ভোক্তা গড়ে তোলে সচেতন সমাজ; আর সচেতন সমাজই একটি উন্নত জাতির ভিত্তি।

বিশেষ অতিথি ফরিদা ইয়াসমিন তরুণদের ভোক্তা অধিকার সম্পর্কে অধিকতর জানার এবং আইনি তথ্য ব্যবহারে দক্ষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
মূল আলোচক মোহাম্মদ আলী ফিরোজ তাঁর বক্তব্যে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন দিক বিশ্লেষণ করে দেখান কীভাবে তরুণরা এ আন্দোলনে নেতৃত্ব দিতে পারে। তিনি বলেন, সঠিক তথ্য ও সচেতনতার মাধ্যমে একটি শক্তিশালী ভোক্তা আন্দোলন গড়ে তোলা সম্ভব।

অএ কলেজের শিক্ষার্থী তামিম বলেন, বর্তমানে আমরা সবাই কোনো না কোনোভাবে ভোক্তা হচ্ছি, কিন্তু অধিকাংশ সময়ই নিজেদের অধিকারের ব্যাপারে সচেতন নই। Consumer Youth Represent সেই সচেতনতার অভাব পূরণে কাজ করবে। তিনি তরুণদের আহ্বান জানান, তারা যেন নিজেদের অধিকারের ব্যাপারে সচেতন হয়ে অন্যদেরও সচেতন করেন এবং ন্যায্য বাজার ব্যবস্থার জন্য সক্রিয় ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, ভবিষ্যতে CYB সারাদেশব্যাপী কর্মশালা, সেমিনার ও ক্যাম্পেইনের আয়োজন করবে, যাতে দেশের তরুণ সমাজ সরাসরি ভোক্তা অধিকার সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত হতে পারে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী ভোক্তা আন্দোলন গড়ে উঠবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

রিয়াল ছেড়ে সেলেসাওয়ের পথে আনচেলত্তি, নতুন অধ্যায়ের অপেক্ষায় ব্রাজিল

দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। ফুটবলবিশ্বে বহু কাঙ্ক্ষিত সেই মিলনের মুহূর্ত যেন এবার ধরা দিতে যাচ্ছে বাস্তবে। রিয়াল...