30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

শেখ হাসিনার বিচার মে মাসে শুরু হবে: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

মে মাসের শুরুতেই জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রোববার (২৭ এপ্রিল) আল জাজিরার জনপ্রিয় অনুষ্ঠান ‘টক টু আল–জাজিরা’-তে ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে অনুষ্ঠিত সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল জুলাই বিপ্লব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, তার সরকারের দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে ১৯৭১ সালের জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার সংশ্লিষ্টতা উঠে এসেছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই মে মাসের শুরুতে তার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।’

সাক্ষাৎকারে উপস্থাপক ড. ইউনূসকে প্রশ্ন করেন, “শেখ হাসিনার পতনের পরের ‘মধুচন্দ্রিমা’ কি শেষ হয়ে গেছে? এখন কি কিছু বড় চ্যালেঞ্জ আপনার সামনে রয়েছে?” এর উত্তরে অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশের জনগণ এখনো মনে করে যে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান দিতে পারবে। জনগণের মধ্যে নির্বাচন ও পরিবর্তন নিয়ে কোনো তাড়াহুড়া নেই।’

রোহিঙ্গা সমস্যা নিয়ে তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের সঙ্গে কাজ করছি যাতে রোহিঙ্গারা নিরাপদে তাদের দেশে ফিরে যেতে পারে। তবে আমাদের লক্ষ্য হলো বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সমঝোতা তৈরি করা, যাতে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে যেতে পারে।’

এছাড়া, দেশে অর্থবহ সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, ‘নির্বাচনের আগে যদি সংস্কারের তালিকা ছোট হয়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। কিন্তু তালিকা বড় হলে আগামী বছরের জুনে নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচনের সময় আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে।’

অধ্যাপক ইউনূস ভারতকে অবগত করেছে যে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা ভারত সরকারের কাছে একটি চিঠি পাঠিয়েছে। তবে, তারা এখনো কোনো উত্তর দেয়নি। “আইনি প্রক্রিয়া শুরু হলে আদালত তাকে নোটিশ পাঠাবে এবং তারপর দেখা যাবে কিভাবে তাকে ফিরিয়ে আনা যায়,” বলেন অধ্যাপক ইউনূস।

- Advertisement -spot_img
সর্বশেষ

অবৈধ বাংলাদেশি’ শনাক্তকরণ অভিযানে আটক অধিকাংশই ভারতীয় মুসলিম

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে গুজরাটে সম্প্রতি শুরু হওয়া ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্তকরণ অভিযানে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সাড়ে ছয়...