Your Ads Here 100x100 |
---|
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিতে স্বস্তি ফিরলেও তাপমাত্রায় বড় পরিবর্তন আসেনি। এখনো সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৭ ডিগ্রির ঘরে। এর মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেটে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব জেলার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এপ্রিল ও মে মাসে এই ধরনের আবহাওয়া স্বাভাবিক। দমকা হাওয়াসহ বৃষ্টিপাত সাধারণত আধা ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও রংপুরে ৪১ মিলিমিটার। এছাড়া দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর, মাইজদীকোর্ট, নেত্রকোণা, রাজারহাটসহ বিভিন্ন স্থানে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে।