26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা: নিহত অন্তত ৬৮

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের সাদা প্রদেশে আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীদের রাখা একটি আটক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর ৬৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হুতি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি।

সোমবার এক প্রতিবেদনে আল মাসিরাহ জানায়, হামলায় আরও ৪৭ জন আহত হয়েছেন।
সাদা হুতিদের অন্যতম শক্ত ঘাঁটি, যেখানে এর আগেও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল।

রয়টার্স জানায়, ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তারা জানিয়েছে, রোববার রাতে হামলার সময় আটক কেন্দ্রটিতে ১১৫ জন আফ্রিকান অভিবাসী অবস্থান করছিলেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে উল্লেখ করেছে আল মাসিরাহ টিভি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আল মাসিরাহ প্রকাশিত ভিডিও ফুটেজে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে একাধিক মৃতদেহ ঢাকা পড়ে থাকতে দেখা গেছে।

এ হামলা নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে হুতিরা সাদায় প্রাণহানির খবর জানানোর আগেই মার্কিন বাহিনী জানায়, ইয়েমেনে তাদের অভিযানের তথ্য এখন থেকে সীমিত আকারে প্রকাশ করা হবে। ‘অপারেশনাল নিরাপত্তা বজায় রাখার’ স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তারা উল্লেখ করে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে অভিযান জোরদারের পর এ পর্যন্ত ৮০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
তাদের দাবি, এসব হামলায় শত শত হুতি যোদ্ধা ও অসংখ্য শীর্ষস্থানীয় হুতি নেতা নিহত হয়েছেন, যাদের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির দায়িত্বে থাকা কর্মকর্তারাও রয়েছেন।

হুতি পরিচালিত বিভিন্ন কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাগুলোতে কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে পূর্বে তারা নিজেদের সদস্যদের মৃত্যুর বিষয়ে খুব কম তথ্য প্রকাশ করত।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানসমর্থিত হুতি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে লোহিত সাগর উপকূলে ইয়েমেনের একটি জ্বালানি টার্মিনালে হুতিদের হামলায় অন্তত ৭৪ জন প্রাণ হারান।

২০২৩ সালের নভেম্বর থেকে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একাধিক জাহাজে হামলা চালিয়েছে হুতিরা।
এই হামলা ঠেকাতে ট্রাম্প প্রশাসন মার্কিন বাহিনীকে হুতিদের বিরুদ্ধে সরাসরি অভিযানে নামার নির্দেশ দেয়। ওয়াশিংটন জানিয়েছে, হুতিরা লোহিত সাগরে হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে।

ইয়েমেনে দীর্ঘ ১১ বছরের গৃহযুদ্ধজনিত মানবিক সংকট সত্ত্বেও আফ্রিকা থেকে নৌপথে অভিবাসনপ্রত্যাশীরা এখনও দেশটিতে প্রবেশ করছেন। তাদের অধিকাংশের লক্ষ্য পার্শ্ববর্তী সৌদি আরবে পৌঁছে জীবিকার সন্ধান করা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাব অনুযায়ী, শুধু গত বছরই প্রায় ৬০ হাজার ৯০০ অভিবাসনপ্রত্যাশী ইয়েমেনে পৌঁছেছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...