28 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

পুলিশকে হয়রানিমূলক মামলা নিতে বাধ্য করা হয়-আইজিপি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

আইজিপি বাহারুল আলম মন্তব্য করেছেন, পটপরিবর্তনের পর যেসব মামলায় ঢালাও আসামি করা হচ্ছে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে অভিযোগ উঠছে, তেমন মামলা পুলিশ বাদ দিতে পারে না। পুলিশ প্রধান আরও বলেন, নিরীহ আসামিরা যাতে বাদীপক্ষের প্ররোচনায় না পড়ে, সেজন্য তাদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত পুলিশ সপ্তাহের সংবাদ সম্মেলনে বাহারুল আলম এসব কথা বলেন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে রাজনৈতিক নেতাদের সঙ্গে একত্রে আসামি করা হচ্ছে, এবং এসব মামলার অনেকটাই মিথ্যা বলে পুলিশ দাবি করছে। তবে, আইজিপি জানান, পুলিশ নিজে মামলাগুলোর সত্যতা যাচাই করার সুযোগ পায় না।

তিনি বলেন, “আগে থানার ওসি অভিযোগ শুনে সই করতেন, এখন যেহেতু শিক্ষিত সমাজ বেড়েছে, বাদী নিজেই অভিযোগ লিখে আনেন। পুলিশ কর্তৃপক্ষকে সে অভিযোগ অনুযায়ী মামলা নিতে হয়, সেটা সত্য না মিথ্যা যাচাই করার সুযোগ নেই।” তিনি আরও বলেন, “৫ আগস্টের পর এমন অনেক মামলা হয়েছে যেখানে কয়েকজনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও আরও কয়েকশ’ নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”

পুলিশ প্রধান বলেন, “আমরা শুরু থেকেই নির্দেশনা পেয়েছি, যাতে নিরীহ লোকদের গ্রেপ্তার না করা হয়। তবে মামলার তদন্তে আমরা যদি দেখি যে, নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সত্য নয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।”

বাহারুল আলম আরও বলেন, মিথ্যা মামলাকে মিথ্যা বলা যাবে না, কারণ আসল ঘটনা সত্য হলেও কখনো মামলায় আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। এই ধরনের মামলাগুলো আইনের সীমাবদ্ধতার কারণে বন্ধ করা সম্ভব নয়।

তিনি বলেন, “যারা মিথ্যা মামলায় আসামি হয়েছেন, তারা সাধারণত স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আমি জানি, যারা মিথ্যা আসামি হয়েছেন, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ধরনের হয়রানি বা গ্রেপ্তার করবে না।” তবে, পুলিশ প্রধান নিরীহ আসামিদের সতর্ক করে বলেন, “বাদী তাদের ভুল বুঝিয়ে সুবিধা আদায় করতে পারে। তাই, এসব প্ররোচনায় না পড়ে পুলিশে অভিযোগ জানালে তা সহজ সমাধান পাবে।”

আইজিপি আরও বলেন, “যতক্ষণ না তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়, এসব ‘স্টেটমেন্ট’ কোর্টে কার্যকরী হবে না।” তিনি সবাইকে মিথ্যা মামলায় না জড়ানোর পরামর্শ দেন এবং বলেন, “যদি এমন কোনো সমস্যা হয়, পুলিশকে জানাবেন।”

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...