26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

পুতিনের তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে ইস্টার সানডে উপলক্ষে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির পর এবার তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই বিরতি পালিত হবে বলে জানিয়েছে ক্রেমলিন।
রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণে ৭ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১০ মে রাত ১২টা পর্যন্ত (মোট ৭২ ঘণ্টা) যুদ্ধবিরতি বলবৎ থাকবে।

রাশিয়া ইউক্রেনকেও এই যুদ্ধবিরতি যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছে। তবে সতর্ক করে বলেছে, ইউক্রেন যদি এই চুক্তি ভঙ্গ করে, তবে রুশ বাহিনী ‘যথাযথ ও কার্যকর প্রতিক্রিয়া’ জানাবে।

প্রতিবছর ৯ মে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে রাশিয়া ও সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলো। এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির আত্মসমর্পণ এবং সোভিয়েত বাহিনীর বিশাল আত্মত্যাগের স্মরণ করা হয়।
এ বছর দিবসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি যুদ্ধজয়ের ৮০তম বার্ষিকী।
তবে ইউক্রেন যুদ্ধের উত্তাল আবহে এই যুদ্ধবিরতির আহ্বান আন্তর্জাতিক মহলের গভীর নজর কেড়েছে।

সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
২৪ এপ্রিল কিয়েভে এক ভয়াবহ হামলায় একটি আবাসিক ভবন ধসে পড়ে। এখনো নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে।

এখনও ইউক্রেন সরকার রাশিয়ার যুদ্ধবিরতির আহ্বানে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
পশ্চিমা দেশগুলো রাশিয়ার এই পদক্ষেপকে একটি কৌশলগত প্রচেষ্টা হিসেবে দেখছে—শান্তিপ্রিয় ভাবমূর্তি গড়ার প্রয়াস।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...