29 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

প্রেমিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে পালিয়ে গেলেন প্রেমিক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামে এক তরুণী প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রেমিকের কাছে বিয়ের প্রতিশ্রুতি পেয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা তরুণী এখন অন্তঃসত্ত্বা। তবে তার প্রেমিক বিয়ে না করে তাকে ছেড়ে পালিয়ে গেছেন, এমনকি তার পরিবারের সদস্যরা তাকে অপমানও করেছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ এপ্রিল), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা সলিমপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামে।

ভুক্তভোগী তরুণী জানালেন, তার দুই বছরের সম্পর্ক ছিল উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগনাথপুর বালুরখাদ মোড় এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে শিমুল হোসেনের সাথে। শিমুল তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তবে, এখন সেই প্রেমিক তাকে বিয়ে না করে পালিয়ে গেছেন, আর সে বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তরুণী জানিয়েছেন, তার জন্য একমাত্র উপায় হলো শিমুলকে বিয়ে করা।

এ বিষয়ে শিমুল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করেছি। শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

শান্তির প্রতিশ্রুতি ভঙ্গের দ্বারপ্রান্তে ভারত-পাকিস্তান

কাশ্মিরে পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র—ভারত ও পাকিস্তান। এই...