30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

চার দিনের রিমান্ডে আনিসুল হক আদালত চত্বরে হলেন মারধরের শিকার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে মাদ্রাসাছাত্র সোলাইমান (১৯) হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রিমান্ড শেষে আদালতপাড়ায় আইনজীবীদের হাতে চড়-থাপ্পড় খেয়েছেন তিনি।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দিন কাদিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান কালবেলা-কে জানান, ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ থানায় করা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, তবে আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চড়-থাপ্পরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আদালতে আইনজীবীরা তাকে দেখে হইচই করেছেন, তবে মারধর বা চড় মারা হয়নি।” পরবর্তীতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তবে খবরের দেশ প্রতিবেদকের কাছে একটি ভিডিও এসেছে, যেখানে দেখা যায়, আদালতের কক্ষ থেকে বের হওয়ার সময় একদল আইনজীবী সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মাথার হেলমেটে ও পিঠে চড়-থাপ্পড় মারেন। এ সময় পুলিশ তাকে নিয়ে দৌড়ে বের হয়ে প্রিজন ভ্যানে করে নিয়ে যায়। পরে উত্তেজিত আইনজীবীরা তার ফাঁসির দাবিতে আদালতপাড়ায় মিছিল করেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কালবেলা-কে বলেন, “আইনজীবীরা তাকে মারধর করেনি।”

এর আগে, সকালে কড়া নিরাপত্তায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। রিমান্ড শুনানি শেষে ঘটনাটি ঘটলে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনায়, ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী দীপু মনি, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

অবৈধ বাংলাদেশি’ শনাক্তকরণ অভিযানে আটক অধিকাংশই ভারতীয় মুসলিম

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে গুজরাটে সম্প্রতি শুরু হওয়া ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্তকরণ অভিযানে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সাড়ে ছয়...