Your Ads Here 100x100 |
---|
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত আবদুল্লাহ এই মন্তব্য করেন। পোস্টের সঙ্গে তিনি নাহিদ ইসলামের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। মূলত, নাহিদ ইসলামের জন্মদিন উপলক্ষ্যে এই শুভেচ্ছা পোস্টটি করেছেন হাসনাত।
হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন, “শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।” পোস্টটির কমেন্টে মো. বাবু নামের একজন লেখেন, “শুভ জন্মদিন, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম! ভবিষ্যতে আপনি আমাদের দেশের সেরা হিরো হবেন, যিনি এক হাতে দেশের উন্নতি এবং আরেক হাতে কেক কাটবেন!”
রহমাতুল্লাহ মন্তব্য করেন, “নাহিদ ভাইয়ের হাতে পড়লে বাংলাদেশ নিরাপদে থাকবে।”
জাহেদুল হক মানিক লিখেন, “জীবনের প্রতিটি পদক্ষেপ হোক নিরাপদ ও বরকতময়। শুভ জন্মদিন।”
এম নুর হাসান বলেন, “শুভ জন্মদিন, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক।”
আয়েশা শর্মিলা মন্তব্য করেন, “শুভ জন্মদিন। জুলাই বিপ্লবে যেমন তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তেমনই ভবিষ্যতে দেশ পরিচালনায় যোগ্য হলে আমরাও তাকে সমর্থন করব। তবে, সারজিস আলম, আসিফ মাহমুদসহ অনেকের বিরুদ্ধে অর্থ লোপাট এবং সুপারিশ সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, সেগুলো নিয়ে আমরা হতাশ।”
এছাড়া, ২৫ ফেব্রুয়ারি, অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছিলেন যে, নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।
ফেসবুকে প্রেস সচিব লিখেছিলেন, “দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ এবং ইতিমধ্যেই তিনি একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরো কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন।”
তিনি আরও লিখেছিলেন, “আর আল্লাহ জানেন, একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।”