22 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ইউক্রেন যুদ্ধের জন্য নতুন যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে তিন দিনের জন্য নতুন যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।

ক্রেমলিনের পক্ষ থেকে সোমবার (২৮ এপ্রিল) এ তথ্য জানানো হয়। ঘোষণা অনুযায়ী, যুদ্ধবিরতি ৮ মে সকাল থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে’ এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপনের সময়ের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া আশা করছে যে, ইউক্রেনও এই উদ্যোগ গ্রহণ করবে এবং যুদ্ধবিরতি মেনে চলবে। তবে, যদি ইউক্রেন যুদ্ধবিরতি ভঙ্গ করে, তাহলে রুশ বাহিনী ‘যথাযথ এবং কার্যকর’ প্রতিক্রিয়া জানাবে, এমনকি মস্কো সতর্কতা জারি করেছে।

এদিকে, রাশিয়া পুনরায় শান্তি আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছে। মস্কো জানিয়েছে, এই আলোচনা ইউক্রেন সংকটের মূল কারণগুলো সমাধান করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক স্থাপন করা উদ্দেশ্য হবে।

এটি পূর্বে গত মাসে ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার জন্য ঘোষিত সাময়িক যুদ্ধবিরতির পরবর্তী উদ্যোগ। যদিও ওই সময়ে সংঘর্ষ কিছুটা কমলেও উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

উল্লেখযোগ্য যে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও অন্তর্ভুক্ত। এই যুদ্ধের পর থেকে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে, যাদের একটি বড় অংশই সামরিক বাহিনীর সদস্য।

- Advertisement -spot_img
সর্বশেষ

জুলাই গণ-অভ্যুত্থান ইতিহাস সংরক্ষণে অধিদপ্তর গঠন

নিউজ ডেস্ক : গণ-অভ্যুত্থান ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং এর আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে সরকার গঠন করেছে...