30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

আগৈলঝাড়ায় র‍্যাবের অভিযানে গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী: পুলিশের খাতায় নেই কোনো অপরাধের রেকর্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২১ এপ্রিল মাদকবিরোধী অভিযানে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হন দুই শিক্ষার্থী। এদের মধ্যে কারফা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র সিয়াম মোল্লা নিহত হন এবং এসএসসি পরীক্ষার্থী রাকিব মোল্লা গুরুতর আহত হন। অথচ, তাদের বিরুদ্ধে পুলিশের খাতায় কোনো অপরাধমূলক রেকর্ড নেই।

জন্মসনদ অনুযায়ী, সিয়াম ছিল ১৭ বছরের এক কিশোর এবং রাকিবের বয়স ১৮। তবে র‍্যাব-৮ যে এফআইআর দায়ের করেছে ২২ এপ্রিল, সেখানে দুজনেরই বয়স দেখানো হয়েছে ২০ বছর।

বর্তমানে রাকিব চিকিৎসাধীন রয়েছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই এফআইআরে বলা হয়েছে, মাদক চোরাচালানের উদ্দেশ্যে একত্রিত হওয়ার গোপন সংবাদে র‍্যাব সদস্যরা রত্নপুর ইউনিয়নের দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের এক কবরস্থানে বিকেল ৫টা ৪০ মিনিটে অভিযান চালায়। সেখানে তারা সিয়াম ও রাকিবের কাছ থেকে ৩৯৩ পিস ইয়াবা উদ্ধার করার দাবি করে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে পালিয়ে যাওয়া একদল ব্যক্তি পুনরায় ফিরে আসে এবং সিয়াম-রাকিবও পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করলে র‍্যাব সদস্যদের ওপর লাঠি দিয়ে হামলা চালানো হয়, যাতে দুজন গুরুতর আহত হন।

এফআইআরে আরও উল্লেখ করা হয়, পালিয়ে যাওয়ার সময় এক সন্দেহভাজন গুলি ছোড়েন, জবাবে র‍্যাব সদস্যরা পাঁচটি সতর্কতামূলক গুলি ছোড়ে। পরে আহত অবস্থায় উদ্ধার হওয়া সিয়াম গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

র‍্যাব তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে আরেকটি মামলা দায়ের করে।

এফআইআরে বলা হয়েছে, স্থানীয় ইউপি সদস্য সুখদেব বাড়ৈ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তল্লাশি প্রক্রিয়া প্রত্যক্ষ করেছেন। কিন্তু,  গণমাধ্যমকে তিনি জানান, “আমি সেখানে ছিলাম না। আমাকে রাত ১১টার দিকে ডাকা হয়েছিল। তখন গিয়ে দেখেছি কিছু জুতা পড়ে আছে, মরদেহ বা আহত কেউ ছিল না।”

তিনি সিয়াম-রাকিবকে চিনতেন না এবং কেবল স্বাক্ষর দেওয়ার অনুরোধেই সাক্ষী হয়েছেন বলে দাবি করেন।

ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, যেখানটায় অভিযান চালানো হয়েছে, সেটি এলাকায় মাদকের আখড়া হিসেবে পরিচিত। তবে কেউ কখনো সিয়াম বা রাকিবকে এমন কার্যক্রমে জড়িত দেখেননি।

কবরস্থানের পাশের বাসিন্দা টিটু হাওলাদার জানান, “ঘটনার আগ মুহূর্তে এলাকার পরিচিত এক মাদক ব্যবসায়ীর নেতৃত্বে কয়েকজন সেখানে যায়। সিয়াম ও রাকিব তখন পাশের দোকানে ছিলেন। হঠাৎ র‍্যাব সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন, আর সেই মাদক ব্যবসায়ী চিৎকার শুরু করেন – ‘ডাকাত, ডাকাত!’ ”

তিনি আরও বলেন, “চিৎকার শুনে সিয়াম ও রাকিব ছুটে গিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ধস্তাধস্তির একপর্যায়ে গুলি চালানো হয়।”

টিটুর স্ত্রী মিতু আক্তার বলেন, “গুলি চালনার সময় মানুষজন এদিক সেদিক পালাতে থাকে।”

স্থানীয়রা জানান, রাকিব গুলিবিদ্ধ হয়ে পুকুরে পড়ে গেলেও সাঁতার কেটে উঠতে সক্ষম হন এবং পরে হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই তার অস্ত্রোপচার হয়।

হাসপাতালের সহকারী সার্জন আকরাম হোসেন জানান, রাকিবের পেটে গুলি লেগেছিল।

পরিবারের ভাষ্যে সিয়াম ছিলেন একেবারেই শান্ত স্বভাবের ছেলে, যার সময় কাটত বইয়ের সঙ্গে। চাচাতো বোন মিম আক্তার বলেন, “সিয়াম কখনোই অপরাধী ছিল না। সে বুঝতে না পেরে ঘটনাস্থলে গিয়েছিল।”

রাকিবের ভাবি নাসরিন বেগম বলেন, “ও তো এখনো ভালো করে কথা বলতেও পারছে না। কিন্তু তার চোখে-মুখে নির্দোষত্ব স্পষ্ট।”

সিয়ামের মৃত্যুর পর ২৩ এপ্রিল সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী বিক্ষোভ করেন। মিম বলেন, “আমরা বিচার চাই। এই অন্যায়ের জবাব চাই।”

তদন্ত কর্মকর্তা এসআই মিল্টন মণ্ডল জানান, “আমরা এখনও এমন কিছু পাইনি যাতে বোঝা যায় সিয়াম বা রাকিব মাদকচক্রে জড়িত ছিল।”

তিনি আরও বলেন, “তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে, এমন কোনো প্রমাণও মেলেনি। তদন্ত চলছে

অন্য মামলার তদন্তরত কর্মকর্তা এসআই আব্বাস উদ্দিনও জানান, “তাদের নামে আগে কোনো মামলা বা অভিযোগ ছিল না।”

ওসি অলিউল ইসলাম জানান, অভিযানের বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি র‍্যাবের পক্ষ থেকে।

যোগাযোগ করা হলে মামলার বাদী র‍্যাব-৮ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ রিয়াজুল ইসলাম মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মাহমুদুল আহসান বলেন, “তদন্ত চলছে। এখন পর্যন্ত সিয়াম ও রাকিবের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি।”

- Advertisement -spot_img
সর্বশেষ

পৃথিবীর স্বর্গ খ্যাত কাশ্মির কিভাবে ভয় ও আতঙ্ক কমাবে পর্যটকদের?

নুর রাজু , স্টাফ রিপোর্টার : ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও শহরের পরিবেশ এখনও নিস্তব্ধ...