28 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

হিলিতে জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জনকে আটক করেছে পুলিশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি :

দিনাজপুরের হিলিতে রাতের আধারে জুয়া খেলার সময় মূলহোতা সহ ৪ জুয়াড়িকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
সোমবার মধ্যরাতে হাকিমপুর উপজেলার ইটাই বাওনা  থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর হাকিমপুর থানার উপ- পরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘদিন যাবত উপজেলার ইটাই মাঠে জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো মূলহোতা আনাম। এর আগে অনেক অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি।
গত সোমবার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞার নেতৃত্বে  পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মূলহোতা আনামসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার ইটাই গ্রামের জুয়া খেলার মূলহোতা মৃত. আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক ওরফে আনাম (৩৮)। অন্য জুয়ারীরা হলেন, আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ওরফে বুলেট (৩৫), ধলিহার গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে শামসুল হক (৩৫),জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের মৃত ফকির মাহামুদের ছেলে আজাহার আলী (৬০)
হাকিমপুর থানার উপ- পরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে উপজেলার ইটাই গ্রামে দীর্ঘদিন ধরে  জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো মূলহোতা আনাম। এর আগে অনেক অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি। গতকাল সোমবার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞার নেতৃত্বে  পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মূলহোতা আনামসহ ৪ জনকে আটক করা হয়েছে।
এসময় জুয়ার সরঞ্জাম ১টি ডাব্বু, ১টি প্লাস্টিক বস্তা ও ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও মূলহোতা আনাম ডাকাতি মামলার আসামি। মামলা নং ২৬

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...