25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

অবশেষে কাশ্মির ইস্যু নিয়ে মুখ খুললেন বলিউড বাদশাহ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :

কাশ্মীরের পেহেলগাম—যেখানে পাহাড়ের কোল ঘেঁষে শান্ত নদী বহমান, ঠিক সেই নৈসর্গিক শান্তির মাঝেই গত মঙ্গলবার নেমে এলো ভয়াবহ অন্ধকার। সশস্ত্র গোষ্ঠীর বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ নিরীহ পর্যটক। রক্তাক্ত হলো আবারও শান্তির ভূমি। হৃদয়বিদারক এই ঘটনায় গোটা ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও সোচ্চার হয়েছেন এই ঘটনার তীব্র নিন্দায়।

এই ভয়াবহ ঘটনার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে তিনি লেখেন, “পেহেলগামে যে বিশ্বাসঘাতকতা, অমানবিক ও হিংসাত্মক ঘটনা ঘটেছে, তা বর্ণনার বাইরে। এর জন্য আমার মনে দুঃখ ও ক্ষোভের কোনো ভাষা নেই।”

তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে শুধু ঈশ্বরের কাছেই প্রার্থনা করা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। আশা করি, আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকব, শক্তি অর্জন করব এবং এই নৃশংস অপরাধের যথোপযুক্ত বিচার নিশ্চিত করব।”

এক ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানা যায়, শাহরুখ খানের বাবা তাঁকে বলেছিলেন ইস্তাম্বুল, প্যারিস ও কাশ্মীর—এই তিনটি জায়গা ভ্রমণ করতে। তবে একটি বিশেষ অনুরোধ ছিল তার বাবার: “ইস্তাম্বুল আর প্যারিস তুমি একা ঘুরে দেখতে পারো, কিন্তু কাশ্মীর নয়। কাশ্মীরে আমি তোমার সঙ্গে যাব।” কারণ, শাহরুখের দাদিমা ছিলেন কাশ্মীরি, আর তাঁর বাবা ছোটবেলা থেকেই ভূস্বর্গ কাশ্মীরকে চিনতেন হাতের তালুর মতো। কিন্তু মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারান শাহরুখ। বাবার সেই ইচ্ছেপূরণ আর সম্ভব হয়নি। এরপর দীর্ঘদিন কাশ্মীরের দিকে পা রাখেননি অভিনেতা।

তবে ২০১২ সালে যশ চোপড়ার পরিচালনায় নির্মিত যাব তাক হ্যায় জান ছবির জন্য প্রথমবার কাশ্মীর যান শাহরুখ। যশ চোপড়াকে পিতৃতুল্য মনে করতেন তিনি। তাই যশ চোপড়া যখন বলেছিলেন, “চলো, আমি তোমায় কাশ্মীর দেখাই”—তখন আর না বলতে পারেননি শাহরুখ।

বর্তমানে আসন্ন সিনেমা কিং-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলিউডের এই কিং খান।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...