Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় নায়িকা নাহিদা আশরাফ আন্না। প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অভিনয় জগত থেকে দূরে। বর্তমানে সংসার ও ব্যবসা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) তাঁর জন্মদিন। এ উপলক্ষে খবরের দেশ পরিবারের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হঠাৎ অভিনয় ছেড়ে দেওয়ার কারণ জানাতে গিয়ে আরটিভিকে আন্না বলেন, “স্বপ্নে কেয়ামত হতে দেখার পর পরই একরাতের মধ্যে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিই। সঙ্গে সঙ্গেই তওবা করি—আর কখনও অভিনয় করব না।”
তবে অভিনয়ের প্রতি ভালোবাসা এখনো যে তাঁর মনে গেঁথে আছে, সেটিও অকপটে স্বীকার করেছেন এই সাবেক নায়িকা। তিনি বলেন, “অভিনয়কে সবসময় ভালোবেসেছি। বিশেষ কিছু কারণে হয়তো কাজটা ছেড়ে দিয়েছি। তবে এখন পার্লার ব্যবসা নিয়ে আমি খুবই খুশি। কারণ, এখানে শুধু মেকআপ নয়, একজন নারী উদ্যোক্তা হিসেবেও কাজ করার সুযোগ পাচ্ছি।”
চলচ্চিত্র জীবনের প্রাপ্তি প্রসঙ্গে আন্না বলেন, “আমি মান্না ভাই, ডিপজল ভাইয়ের সঙ্গে বেশি কাজ করেছি। পাশাপাশি শাকিব, রিয়াজ, ফেরদৌস ভাইয়ের সঙ্গেও কাজ করার সুযোগ হয়েছে। বলতে পারেন, জায়েদ ভাই থেকে শুরু করে প্রায় সবার সঙ্গেই কাজ করেছি। আমি সত্যিই ভাগ্যবান—সবাই আমাকে ভালোবেসেছে, সম্মান দিয়েছে। আমিও সবাইকে সম্মান করেছি। আলহামদুলিল্লাহ্, আমার কোনো শত্রু নেই।”
তারকাদের ব্যক্তিজীবন নিয়ে চলমান সমালোচনার বিষয়ে আন্না বলেন, “যখন সহকর্মীদের নিয়ে নেতিবাচক কিছু শুনি, খারাপ লাগে। আগে তারকাদের ব্যক্তিগত বিষয় তেমন প্রকাশ্যে আসত না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কারণে একটু কিছু হলেই সবাই জেনে যায়। আমি চাই, সিনিয়র-জুনিয়র সবাই তাদের ব্যক্তিগত জীবন গোপন রাখুক এবং পেশাগত পরিচিতিকেই সামনে আনুক। সবার জন্যই আমার শুভকামনা।”
উল্লেখ্য, ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন নাহিদা আশরাফ আন্না। শিশুশিল্পী হিসেবে তিনি বিদ্রোহী পদ্মা, মালা তুমি কার, প্রেম পিয়াসীসহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। ২০০৬ সালে বিনোদন বিচিত্রা আয়োজিত ফটোসুন্দরী প্রতিযোগিতায় রানারআপ হন তিনি। ২০০৯ সালে এফআই মানিক পরিচালিত মায়ের হাতে বেহেস্তের চাবি ছবির মাধ্যমে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে ঢালিউডে অভিষেক ঘটে তাঁর।