Your Ads Here 100x100 |
---|
ঢাকাই ক্রিকেটের দুই জায়ান্ট আবাহনী এবং মোহামেডানের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার লড়াই জমে উঠেছিল। টুর্নামেন্টজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মঙ্গলবারের (২৯ এপ্রিল) ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। অবশেষে সে ফাইনাল জিতে টানা চতুর্থবারের মতো ডিপিএল শিরোপা জয় করেছে আবাহনী। ম্যাচে তারা মোহামেডানকে হারিয়েছে ৬ উইকেটে।
মিরপুরের হোম অব ক্রিকেটে এদিন টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। চোটের কারণে মোহামেডানের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের টুর্নামেন্ট আগেই শেষ হয়েছে। নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলটির বদলি অধিনায়ক তাওহীদ হৃদয়ও ছিলেন অনুপস্থিত। এমন পরিস্থিতি আবাহনীর বিপক্ষে মোহামেডানের নেতৃত্ব দেন ওপেনার রনি তালুকদার।
নেতৃত্ব পেয়ে ব্যাট হাতে দলকে ভালো শুরু এনে দেওয়ার চেষ্টা করেছিলেন রনি। রিপন মণ্ডলের বলে ক্যাচ হয়ে ফেরার আগে তার ব্যাটে আসে ৪৫ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে এসেছে মাহমুদউল্লাহ এবং আরিফুল ইসলামের ব্যাটে। ৪২ রান করেন ফরহাদ হোসেন। তবে এই ব্যাটাররা তাদের ইনিংসগুলোকে আরও ফুলিয়ে-ফাঁপিয়ে তুলতে না পারার মাশুল গুনতে হয়েছে মোহামেডানকে। ৫০ ওভার শেষে তাদের রান দাঁড়ায় ৭ উইকেটে ২৪০।
শক্তিশালী আবাহনীর জন্য এই রান চ্যালেঞ্জিং হওয়ার কথা ছিল না। মোহামেডানের বোলাররা এই পুঁজি নিয়ে ন্যূনতম লড়াইটাও করতে পারেননি। শুরুতেই অবশ্য আবাহনীর ওপেনার শাহরিয়ার কমলকে (১) ফিরিয়েছিলেন এবাদত হোসেন। অন্য ওপেনার পারভেজ হোসেন ইমনও ২৮ রানের বেশি করতে পারেননি। তবে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (৭৮*), মোহাম্মদ মিঠুন (৬৬*) এবং জিসান আলমের (৫৫) তিন ফিফটিতে শেষ পর্যন্ত ৯.২ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।