Your Ads Here 100x100 |
---|
অনলাইন ডেস্ক :
রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ বাসে হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে একদল শিক্ষার্থী। হামলার ঘটনায় বাসের চালকসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহতরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ কালবেলাকে জানান, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কথা বলা হয়েছে।
প্রক্টর আরও জানান, হামলাকারীরা শুধু ঢাবির বাস নয়, আরও বেশ কয়েকটি বাসে হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা উত্তরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।